Diploma in Engineering cores details
২০২২-২০২৩ সেশন
DIET-এর ৪ বছর (০৮ সেমিস্টার) মেয়াদি ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং কোর্স ও Tuition fees
ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং কোর্স:
সিভিল ইঞ্জিনিয়ারিং ৫০ জন
কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ১৫০ জন
ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ১৫০ জন
ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ৫০ জন
আবেদিত ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং কোর্স সমুহ
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং
আর্কিটেকচার টেকনোলজী
ট্যুরিজম এন্ড হস্পিটালিটি ম্যানেজমেন্ট টেকনলজী
গ্রাফিক্স ডিজাইন টেকনোলজী
টেক্সাটাইল টেকনোলজী
গার্মেন্টস ডিজাইন এন্ড প্যাটার্ন মেকিং
৪ বছরে সকল টেকনোলজির জন্য সেমিস্টার ভিত্তিক হিসাব

মুক্তিযোদ্ধার সন্তান, প্রতিবন্দী, আদিবাসী, মাদ্রাসা, হাফেজ ও গরিব শিক্ষার্থীদের জন্য বিশেষ ছাড়!
ভর্তি যোগ্যতা
- এসএসসি বিজ্ঞান/মানবিক/ব্যবসায় শিক্ষা/মাদ্রাসা/ভোকেশনাল/উন্মুক্ত বা সমমান পরীক্ষায় উত্তির্ণ।
- পরীক্ষায় প্রাপ্ত জিপিএ ২.০০ থাকতে হবে।
- যে কোন বয়সের শিক্ষার্থী এস এস সি ও এইচ এস সি পাশ করলেই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হতে পারব।
- বাংলাদেশ কারীগরি শিক্ষা বোর্ড কর্তৃক ঘোষিত নিয়মাবলী অনুযায়ী ভর্তি কার্যক্রম পরিচালিত হয়।
- এইচ এস সি বিজ্ঞান শাখা থেকে পাস্কৃত শিক্ষার্থীরা সরাসরি ৩য় পর্বে এবং এইচ এস সি ভোকেশনাল শাখা থেকে পাস করা শিক্ষার্থীরা সরাসরি ৪র্থ পর্বে ভর্তি হতে পারবে।
ভর্তির সময় প্রয়োজনীয় কাগজপত
- এস এস সি’র মূল নম্বর পত্র (এইচ এস সি সম্পন্ন করা শিক্ষার্থীদের এস এস সি ও এইচ এস সি দু’টরই নম্বর পত্র থাকতে হবে)
- শিক্ষা প্রতিষ্ঠানের প্রশংসা পত্রের ফটোকপি
- পাসপোর্ট সাইজের কপি ছবি
- জন্ম নিবন্ধনের কপি
- মা বাবা অথবা অভিভাবকের জাতীয় পরিচয় পত্রের ফটোকপh.