ঢাকা ইনস্টটিউিট অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (ডায়টে) ১৯৯৮ সাল থেকে ক্রমাগত ভাবে শিক্ষার্থীদের মানসম্পন্ন শিক্ষা প্রদানে প্রতিজ্ঞাবদ্ধ। ১৯৯৮ সাল থেকেই দক্ষ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার তৈরির লক্ষ্যে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে শিক্ষা কার্যক্রম পরিচালিনা করে আসছে। ঢাকা ইনস্টটিউিট অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (ডায়টে) শিক্ষার্থীদের প্রদান করে অত্যাধুনিক শিক্ষা ও ল্যাব ফ্যাসিলিটিজ (Facilities) বাইরে নিশ্চিত করছে দক্ষতা ও টেকসই ক্যারিয়ার।
আমরা দিচ্ছি শিক্ষার্থিদের LAPTOP বা DESKTOP সুলভ মূল্যে পাওয়ার সুবিধা
ডায়েট পলিটেকনিক ইনস্টিটিউট বাংলাদেশে একটি ভিন্নধর্মী পলিটেকনিক ইন্সটিটিউট, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের প্রদান করছে সুলভ মূল্যে ল্যাপটপ অথবা ডেস্কটপ পাওয়ার সুবিধা । শিক্ষার্থীদের তথ্য প্রযুক্তিতে দক্ষ করে গড়ে তুলতে বর্তমানে ল্যাপটপ অথবা ডেস্কটপ একটি অন্যতম শিক্ষা উপকরণ হিসেবে বিবেচিত, ফলে শিক্ষার্থীদের সুলভ মূল্যে ডেস্কটপ বা ল্যাপটপ পাওয়ায় গুরুত্তপূর্ণ ভুমিকা পালন করছে। এই সুবিধা শিক্ষার্থীদের শুধু শিক্ষার কাজেই নয় বরং অনলাইনে কর্মদক্ষতা অর্জনের মাধ্যমে দক্ষতা তৈরিতে ভুমিকা রাখছে।


আমাদের শিক্ষার্থীদের জন্য আছে World Bank & GOVT. SCHOLARSHIP
ডায়েট পলিটেকনিক ইনস্টিটিউট বিশ্বব্যাংকের স্টেপ প্রকল্পের পর যুক্ত হয়েছে সরকারের মাসিক উপবৃত্তি এর আওতায়। এর ফলে শিক্ষার্থীরা মাসিক ও প্রতি সেমিস্টারে টাকা পাওয়ার সুবিধা রয়েছে।
মেয়ে শিক্ষার্থীদের (ছাত্রী) জন্য রয়েছে বিশেষ স্কলারশিপ বা বৃতির ব্যবস্থাা
যে সকল ছাত্রীরা ডায়েট এ ভর্তি হয়ে, ভর্তি হওয়ার সময় ভর্তি ফি ও টিউশন ফি এর উপরে থাকে বিশেষ ছাড়। শিক্ষা কার্যক্রম চলাকালীন বিভিন্ন এক্টিভিটি এবং ফলাফল পর্যালচনায় বিশেষ বৃতির বেবস্থা রয়েছে। এছাড়াও শিক্ষা কার্যক্রমে ছাত্রদের তুলনায় ছাত্রীদের জন্য কম টিউশন ফি এবং প্রণোদনা বৃতির ব্যাবস্থা রয়েছে।


আমাদের আছে মাদ্রাসা শিক্ষার্থী ও হাফেজদের জন্য সম্মাননা বৃতি
ডায়েটে ভর্তি হলে মাদ্রাসা শিক্ষার্থী ও হাফেজরা পাবে ভর্তিতে সর্বচ্চ ছাড় এবং শিক্ষা কার্যক্রম চলাকালীন প্রতি সেমিস্টারে বিশেষ সম্মাননা বৃতি। হাফেজ/হাফেজাদের জন্য রয়েছে সকল ধরনের বৃতি ও সুযোগ সুবিধায় আবেদনের সুযোগ।
ডায়েট দিচ্ছে, পড়ালেখা চলাকালীন আয়ের ব্যবস্থা
অনেক শিক্ষার্থীরা পড়ালেখার পাশাপাশি চাকরির করে থাকেন, তাদের জন্য রয়েছে আমাদের বিশেষ ক্লাসের ব্যবস্থা। এছাড়া যারা শিক্ষাকার্যক্রম চলা কালীন আয় করতে চায়, তাদের জন্য ডায়েটে আছে বিশেষ ফ্রিল্যন্সিং ও স্বল্প সময়ে আয়ের জন্য প্রশিক্ষণ কোর্স। এই সকল কোর্সের মাধ্যমে শিক্ষার্থী নিজের পড়ালেখার পাশাপাশি আয়ও করতে পারবে।


আমরা অনুশীলন করি INCLUSIVE LEARNING
ডায়েট পলিটেকনিক ইন্সটিটিউট কর্মমুখী শিক্ষা সম্বলিত আধুনিক পলিটেকনিক ইনস্টিটিউট, কারণ আমরা নিশ্চিত করতে চাই শিক্ষার্থীদের কর্মদক্ষতা ও নৈতিকতা। আমাদের আছে “Inclusive Learning Platform” এই প্ল্যাটফর্মে সকল ধরনের শিক্ষার্থীর দক্ষতা ও নৈতিকতা নিশ্চিত করতে নোইতিক শিক্ষা ও ব্যাবহারিক প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে। যাতে শিক্ষার্থীরা অনুধাবন করতে পারে, আমাকে- দেখতে হবে, শুনতে হবে, পড়তে হবে, নিজ হাতে করতে হবে, বার বার অনুশীলন করতে শিখতে হবে। কারণ সকলেই জানি শিক্ষার্থীকে প্রস্তুত করতে হয় কর্মক্ষেত্রের জন্য, তাই নিশ্চিত করতে হবে তার দক্ষতা যাতে আমাদের প্রতিটি শিক্ষার্থী বিশ্বাস করতে পারে “I Know and I can perform”
আমাদের রয়েছে HOSTEL ব্যবস্থা
অনেক শিক্ষার্থীরা পড়ালেখার পাশাপাশি চাকরির করে থাকেন, তাদের জন্য রয়েছে আমাদের বিশেষ ক্লাসের ব্যবস্থা। এছাড়া যারা শিক্ষাকার্যক্রম চলা কালীন আয় করতে চায়, তাদের জন্য ডায়েটে আছে বিশেষ ফ্রিল্যন্সিং ও স্বল্প সময়ে আয়ের জন্য প্রশিক্ষণ কোর্স। এই সকল কোর্সের মাধ্যমে শিক্ষার্থী নিজের পড়ালেখার পাশাপাশি আয়ও করতে পারবে।


DIET দিচ্ছে ডিপ্লোমাদের জন্য বিদেশে কাজের সুযোগ
ডায়েটের শিক্ষার্থীরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করে দক্ষতা অর্জনের মাধ্যমে দেশের বাহিরে চাকরি করতে সক্ষম। আমাদের রয়েছে দেশের বাহিরে চাকরি ইচ্ছুকদের জন্য বিশেষ পরামর্শ ব্যবস্থা। শিক্ষার্থীরা দেশের বাহিরে চাকরির জন্য যেতে চাইলে আমরা স্বল্প খরচে যাওয়ার সকল ব্যবস্থা করে থাকি।
ডায়েট দিচ্ছে ডিপ্লোমা শেষে শিক্ষার্থিদের চাকরির সুযোগ
ডেয়েট থেকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করে, ডায়েটের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অপেক্ষা করতে হয় না। দেশের স্বনামধন্য প্রতিষ্ঠান সহ বিভিন্ন স্থানে তাদের ইন্টার্নশিপ ও প্রাথমিক চাকরির ব্যবস্থায় সর্বচ্চ সহায়তা করে থাকি।
