আবেদন ফর্মটি পূরণ করার আগে ভর্তির যোগ্যতা ও শর্তাবলী দেখে নিন!
অন্যান্য বে-সরকারি পলিটেকনিকের তুলনায় ডায়েট পলিটেকনিক-এ কেন ভর্তি হবেন?
ডায়েট পলিটেকনিক ইনিস্টিটিউট বাংলাদেশের প্রথম বেসরকারি পলিটেকনিক। এই ইনষ্টটিউিটরে শিক্ষার্থীরা র্কোস শেষে দেশের স্বনামধন্য সরকারি বসেরকারি প্রতষ্ঠিানে র্কমরত আছেন । আমাদের শিক্ষার্থীদের এই সাফল্যের পেছনে রয়েছে প্রতিষ্ঠানের মানসম্মত পরিবেশ, অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর নিবিড় পর্যাবেক্ষন, উন্নত মানের আধুনিক যন্ত্রপাতি দিয়ে সুসজ্জিত একাধিক ল্যাব ও ওয়ার্কশপ। যেখানে পুঁথিগত বিদ্যার পাশাপাশি ব্যাবহারিক শিক্ষায় পারদর্শী এবং দক্ষতা অর্জন করে। যার কারনে দেশের চাকরির বাজারের চ্যালেঞ্জ নিয়ে নিজেদের অবস্থান তৈরি করে নিচ্ছে ডায়েট পলিটেকনিক ইনিস্টিটিউট থেকে উত্তির্ন শিক্ষার্থিরা।