আবেদন ফর্মটি পূরণ করার আগে ভর্তির যোগ্যতা ও শর্তাবলী দেখে নিন!

অন্যান্য বে-সরকারি পলিটেকনিকের তুলনায় ডায়েট পলিটেকনিক-এ কেন ভর্তি হবেন?

ডায়েট পলিটেকনিক ইনিস্টিটিউট বাংলাদেশের প্রথম বেসরকারি পলিটেকনিক। এই ইনষ্টটিউিটরে শিক্ষার্থীরা র্কোস শেষে দেশের স্বনামধন্য সরকারি বসেরকারি প্রতষ্ঠিানে র্কমরত আছেন । আমাদের শিক্ষার্থীদের এই সাফল্যের পেছনে রয়েছে প্রতিষ্ঠানের মানসম্মত পরিবেশ, অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর নিবিড় পর্যাবেক্ষন, উন্নত মানের আধুনিক যন্ত্রপাতি দিয়ে সুসজ্জিত একাধিক ল্যাব ও ওয়ার্কশপ। যেখানে পুঁথিগত বিদ্যার পাশাপাশি ব্যাবহারিক শিক্ষায় পারদর্শী এবং দক্ষতা অর্জন করে। যার কারনে দেশের চাকরির বাজারের চ্যালেঞ্জ নিয়ে নিজেদের অবস্থান তৈরি করে নিচ্ছে ডায়েট পলিটেকনিক ইনিস্টিটিউট থেকে উত্তির্ন শিক্ষার্থিরা।

ভর্তির যোগ্যতা

১। SSC / সমমান পরীক্ষায় জিপিএ ২.০০ পেয়ে উত্তীর্ণ।


২। HSC (ভোকেশনাল) উত্তীর্ণ শিক্ষারথীরা ক্রেডিট ট্রান্সফারের মাধ্যমে শূন্য আসনে ৪র্থ পর্বে ভর্তি হওয়ার সুযোগ পাবে।


৩। HSC (বিজ্ঞান) উত্তীর্ণ শিক্ষার্থীরা শূন্য আসনে ৩য় পর্বে ভর্তি হওয়ার সুযোগ পাবে।

৪। ২০১০ সলের পর থেকে ছাত্র-ছাত্রীরাও আবেদন করতে পরবে ।

শর্তাবলী

১. ভর্তি আবেদন গ্রহন হওয়ার ২৪ ঘন্টার মধ্যে ভর্তি ফি প্রদান করতে হবে।


২. ভর্তি ফি অফেরৎযোগ্য

৩. বিকাশ পেমেন্ট করার পর প্রাপ্ত ট্রানজেকশন আইডি এসএমএস মাধ্যম জানাতে হবে।

৪. ভর্তি কার্যক্রম সম্পন হলে ইমেইল বা এসএমস এর মাধ্যমে শিক্ষার্থীর ভর্তি রোল জানিয়ে দেওয়া হবে।

৫. ভর্তি বাতিল করতে চাইলে সরাসরি ক্যাম্পাসে এসে যোগাযোগ করতে হবে।

Scroll to Top