ADMISSION REQUIREMENTS

ভর্তি যোগ্যতা | ADMISSION ELIGIBILITY
  • এসএসসি বিজ্ঞান/মানবিক/ব্যবসায় শিক্ষা/মাদ্রাসা/ভোকেশনাল/উন্মুক্ত বা সমমান পরীক্ষায় উত্তির্ণ
  • পরীক্ষায় প্রাপ্ত জিপিএ ২.০০ থাকতে হবে
  • যে কোন বয়সের শিক্ষার্থী এস এস সি ও এইচ এস সি পাশ করলেই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হতে পারবে।
  • বাংলাদেশ কারীগরি শিক্ষা বোর্ড কর্তৃক ঘোষিত নিয়মাবলী অনুযায়ী ভর্তি কার্যক্রম পরিচালিত হয়
  • এইচ এস সি বিজ্ঞান শাখা থেকে পাশকৃত শিক্ষার্থীরা সরাসরি ৩য় পর্বে এবং এইচ এস সি ভোকেশনাল শাখা থেকে পাস করা শিক্ষার্থীরা সরাসরি ৪র্থ পর্বে ভর্তি হতে পারবে।



ভর্তির প্রয়োজনীয় কাগজপত্র | ADMISSION GUIDELINES 
  • এস এস সি’র মূল নম্বর পত্র (এইচ এস সি সম্পন্ন করা শিক্ষার্থীদের এস এস সি ও এইচ এস সি দু’টরই নম্বর পত্র থাকতে হবে)
  • শিক্ষা প্রতিষ্ঠানের প্রশংসা পত্রের ফটোকপি
  • পাসপোর্ট সাইজের কপি ছবি
  • জন্ম নিবন্ধনের কপি
  • মা বাবা অথবা অভিভাবকের জাতীয় পরিচয় পত্রের ফটোকপ

ভর্তির শর্তাবলী | ADMISSION TERMS

  • ভর্তি আবেদন গ্রহন হওয়ার ২৪ ঘন্টার মধ্যে ভর্তি ফি প্রদান করতে হবে।ভর্তি ফি অফেরৎযোগ্য
  • বিকাশ পেমেন্ট করার পর প্রাপ্ত ট্রানজেকশন আইডি এসএমএস মাধ্যম জানাতে হবে।
  • ভর্তি কার্যক্রম সম্পন হলে ইমেইল বা এসএমস এর মাধ্যমে শিক্ষার্থীর ভর্তি রোল জানিয়ে দেওয়া হবে
  • ভর্তি বাতিল করতে চাইলে সরাসরি ক্যাম্পাসে এসে যোগাযোগ করতে হবে।
Scroll to Top