ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং বা এক কথায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং হচ্ছে আমাদের দৈনন্দিন সমস্যা সমাধান এবং জীবনকে সহজ করার লক্ষে বৈজ্ঞানিক এবং প্রযুক্তিগত ব্যবহারিক জ্ঞানের প্রয়োগ। মূলত, মাধ্যমিক পরীক্ষার পর পলিটেকনিক ইন্সটিটিউটে ৪ বছর মেয়াদী যে ইঞ্জিনিয়ারিং পড়ানো হয়, এই শিক্ষেকেই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং বলে। যার জাতীয় গ্রেড মান ১৪। যেখানে উচ্চ মাধ্যমিকের গ্রেড মান ১২, ডিগ্রির গ্রেড মান ১৫ ও অনার্সের ১৬।তুলনামূলক ভাবে ৪ বছর মেয়াদী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সম্পন্ন হওার পর চাকরি পাওয়া সম্ভব। যে কারণে বর্তমানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর চাহিদা নিয়মিত বৃদ্ধি পাচ্ছে।
কেন পড়বেন ?
উন্নয়নশীল দেশকে উন্নত করার জন্য প্রয়োজন কর্মদক্ষতা সম্পন্ন জনবল। আর এই কর্মদক্ষতা সম্পন্ন জনবল তৈরী করতে কারিগরি শিক্ষার ভূমিকা অনস্বীকার্য। উন্নত দেশগুলোর উন্নতির মূল সোপান হচ্ছে এই কারিগরি শিক্ষা। তাই আপনি যদি নিজেকে কার্যে দক্ষ করে গড়ে তুলতে চান তাহলে আপনি মাধ্যমিকের পরেই ভর্তি হয়ে যেতে পারেন ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং কোর্সে । আর আপনার জীবনের লক্ষ্য যদি হয় খুব অল্প সময়ে নিজের কর্মদক্ষতা বৃদ্ধি করে নিজেকে প্রতিষ্ঠিত করার তাহলে অবশ্যই ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং হতে পারে আপনার সেই কাঙ্ক্ষিত লক্ষ্যের অন্যতম অবলম্বন ।
কোথায় পড়বেন ?
বর্তমানে সরকারি পলিটেকনিক ইন্সটিটিউটের সংখ্যা ৪৯ টি। আর প্রাইভেট পলিটেকনিকের সংখ্যা ৫০০ টির ও বেশী। সরকারি–বেসরকারি উভয়ই কারিগরি বোর্ডের অন্তর্ভুক্ত। কাজেই আপনি সরকারিতে পড়েন বা বেসরকারিতে পড়েন উভয়ের মান সমানেই থাকে। যেখানেই পড়েন না কেন এই ৪ বছরে যিনি যত বেশী নিজের জ্ঞানকে সমৃদ্ধ করতে পারবেন তিনি ভবিষ্যৎ জীবনে ততবেশী উন্নতির শিখরে উঠতে পারবেন।।
কি কি বিষয় নিয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়ানো হয় ?
মূলত ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং এ পড়ালেখা করানো হয় টেকনোলজি ভিত্তিক যেমনঃডিপ্লোমা-ইন(ইলেক্ট্রিক্যাল টেকনোলজি ,মেকানিক্যাল টেকনোলজি , কম্পিউটার টেকনোলজি, সিভিল টেকনোলজি, আর্কিটেকচার সহ ইত্যাদি ইত্যাদি ) আপনি চাইলে আপনার পছন্দ অনুযায়ী যেকোন টেকনোলজিতে ভর্তি হতে পারেন। তবে সরকারিতে পড়তে হলে আপনার জিপিএ অনেক ভূমিকা রাখবে। তবে বেসরকারির বেলায় জিপিএ শিথিলযোগ্য শুধু তাই নয় আপনি চাইলে নিজের ইচ্ছামত টেকনোলজি পছন্দ করে পড়তে পারবেন।।
কারা পড়বেন?
আপনি যদি পড়ালেখায় মধ্যম মানের স্টুডেন্ট হয়ে থাকেন, আপনি যদি মনে করেন চুয়েট, বুয়েটে ,রুয়েটে পড়ার মত যোগ্যতা আপনার নেই তাহলে আপনার জন্য ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এই একমাত্র উপযুক্ত পন্থা। সাধারণত ব্যবসায়িক এবং মানবিক বিভাগের স্টুডেন্টরা ইঞ্জিনিয়ারিং পড়তে পারে না তবে ডিপ্লোমাতে আপনি সেই সুযোগ পাচ্ছেন। আপনি যেই বিভাগেই হোন না কেন আপনি ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং এ পড়ালেখা করার সুযোগ লাভ করবেন তাছাড়া ভবিষ্যতে ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং এর পর উচ্চতর ডিগ্রির সুযোগও আপনার রয়েছে।
আজকের বিষয় ছিল ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং এর সম্যক ধারণা আজ আর দীর্ঘায়িত করতে চাইছি না আগামীতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর খুঁটিনাটি অনেক বিষয় নিয়ে আলোকপাত করা হবে ততদিন পর্যন্ত আশা করছি সবাই ভালোথাকবেন।
Facebook Comments